প্রকাশের সময়: ১২:৪৭ পিএম । রবিবার, ২৩ মার্চ ২০২৫ প্রিন্টের তারিখঃ ৪:৪৩ এম । শনিবার, ২৪ মে, ২০২৫

মহিলাদল সভাপতি ও ছাত্রদল সভাপতির পরকীয়া প্রকাশে মহিলা দল সভাপতি বহিষ্কার 

নিজস্ব প্রতিনিধি সময় বাংলাদেশ ।।

ময়মনসিংহ:  রবিবার ২৩ মার্চ ২০২৫ইং (সময় বাংলাদেশ)   ময়মনসিংহের গফরগাঁও‌ উপজেলা মহিলা দল সভাপতি আফসানা মিমি ও ভালুকা উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানির বেশ কয়েকটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি ১৪ মার্চ শুক্রবার ভালুকা অ্যাফেয়ার্স নামক ফেসবুক পেইজে প্রকাশিত হয় এবং মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায় ।

মহিলাদল সভাপতি ও ছাত্রদল সভাপতির ফেসবুকে প্রকাশ হওয়া পরকিয়ার চিত্র

 

আফসানা মিমি ও লুৎফর রহমান খান সানির কুরুচিপূর্ণ অশ্লীল ছবি ফেসবুকে ভাইরাল হওয়াতে মহিলা দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় । এছাড়াও দলীয় আচরণ-বিধি লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় আফসানা মিমিকে মহিলা দল থেকে বহিষ্কার আদেশ দেওয়া হয় ।

 

মহিলাদল সভাপতি ও ছাত্রদল সভাপতির ফেসবুকে প্রকাশ হওয়া পরকিয়ার চিত্র

 

২২ মার্চ শনিবার ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন ও ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন রিতার স্বাক্ষর করা একটি বহিষ্কার নোটিশের মাধ্যমে, গফরগাঁও উপজেলার মহিলা দলের সভাপতি আফসানা মিলির বহিষ্কারের বিষয়টি স্পষ্ট হয় ।

 

আফসানা মিমি বহিষ্কারের দলীয় নোটিশ

 

 

 

প্রকাশক ও সম্পাদকঃ- ফরিদুজ্জামান শান্ত, মোবাইলঃ- ০১৫৩৮-৪১৯৮৮৯ বার্তা কক্ষঃ- somoybangladesh.news@gmail.com . কপিরাইট © সময় বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন