
সুনামগঞ্জ: শনিবার ৫ এপ্রিল ২০২৫ইং (সময় বাংলাদেশ) সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার আওতাধীন ১ নং বাংলাবাজার ইউনিয়নের (৬ নং ওয়ার্ড) বাঁশতলা গ্রামের ভারত থেকে বাংলাদেশে আসা মোকাম ছড়ার উপরে ৫০ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ শেষ করার আগেই ফাটল ধরেছে বেশ কয়েক জায়গায় ।
আবু সামার ঠিকাদারিতে নির্মাণ হচ্ছে মোকাম ছড়ার উপরে ৫০ ফুট দৈর্ঘ্যের এই সেতু ।
স্থানীয় সচেতন নাগরিকরা নির্মানাধীন এই সেতুটিতে/ব্রীজটিতে ফাটল ধরা নিয়ে প্রশ্ন তুললে, ঐ গ্রামের স্থানীয় ওয়ার্ড বিএনপির হাবিবুর রহমান বিষয়টি জোরপূর্বক ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন । স্থানীয়রা নির্মানাধীন এই সেতুটি/ব্রিজটি নিয়ে সংবাদ প্রকাশ করতে চাইলে এই বিএনপি নেতা ক্ষমতার দাপট দেখিয়ে তা করতে দিচ্ছে না বলেও জানিয়েছেন এলাকাবাসী ।
সেতুটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গায় বড় ধরনের ফাটল লক্ষ্য করা যায় । লক্ষ্য করা যায়, সিমেন্ট গুলিয়ে ফাটা জায়গা ঢেকে দেওয়ার জন্য বৃথা চেষ্টাও করা হয়েছে এখানে ।
স্থানীয়রা দাবি করছেন, এই ব্রীজটি যদি এইভাবে ধামাচাপা দিয়ে শেষ করে হস্তান্তর করা হয় তাহলে ব্রীজটি হয়ে উঠবে মরণফাঁধ । ব্রীজটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ফাটা চীর ধরা থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে ।
তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি স্থানীয় এলাকাবাসীদের দাবি, অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্রীজটি যেন হস্তান্তর করা হয় ।