
ময়মনসিংহ: ২১ এপ্রিল সোমবার (সময় বাংলাদেশ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সদর ময়মনসিংহে কৃষকদের মাঝে আউশ প্রণোদনা বিতরণ। বোরো ধানের আবাদ শেষ করার পরে অধিকাংশ কৃষকদের ফসলি জমি পতিত থেকে যায় । কৃষকদের উপরি ফসল লাভের জন্য ময়মনসিংহ সদরের ৩২০ জন চাষীদের আউশ প্রণোদনা প্রদান করা হয়েছে ।
ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে, আউশ প্রণোদনা প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জুবায়রা বেগম সাথী ।
আউশ ফসল উৎপাদনের জন্য উপজেলার ভিন্ন ভিন্ন এলাকার ৩২০ জন কৃষককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে ।
৩২০ জন কৃষককে মোট ১৬ শত কেজি বীজ ধান এবং ৩২০০ কেজি এমওপি সার ও ৩২০০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে ।
আউশ প্রণোদনা পেয়ে কৃষকেরা মনে করছেন, বোরো ধানের আবাদ শেষে জমি পতিত না রেখে এখন সরকারি সহযোগিতায় ফসল উৎপাদন করে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারবেন তারা । এছাড়াও তাদের ওপরি কিছু আয় হবে বলে মনে করছেন প্রান্তিক কৃষকরা ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জুবায়রা বেগম সাথী ( সময় বাংলাদেশ ) কে বলেন, কৃষকেরা আশানুরূপ ফলন না পাওয়ায় আউশের আবাদ দিন দিন কমে যাচ্ছে , কৃষকেরা যেন আবার আউশের আবাদে আগ্রহী হয়ে ওঠে এবং এই সিজনে আশানুরূপ ফলন পায় তার লক্ষ্যেই সরকার থেকে ২০২৪-২৫ অর্থবছরে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ প্রণোদনা দেওয়া হচ্ছে এবং আমরা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের কে আউশের আবাদে আগ্রহী করে তুলছি । আমরা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করি এবং তাদের ফলন কেমন হচ্ছে তা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করি এতে করে প্রান্তিক চাষীরা জমি পতিত না রেখে আউশ ফসল উৎপাদনে অধিক আগ্রহ প্রকাশ করছেন ।