শ্রমিকদের ন্যায্যমজুরি, ৮ ঘণ্টা কাজের সময়সীমা নির্ধারণ ও শ্রম আইন বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে, ১লা মে বৃহস্পতিবার দুপুরে, ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগে উদযাপিত হয়েছে মহান মে দিবস ।
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান মে দিবস উপলক্ষে, ঢাক-ঢোল পিটিয়ে উৎসব মুখর পরিবেশে, নগরীর বিভিন্ন স্থান থেকে শ্রমিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা নতুন বাজার বিএনপি’র কার্যালয়ের সামনে জড়ো হয়ে শ্রমিক সমাবেশ করেছে ।
ময়মনসিংহ মহানগর শ্রমিক দলের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ময়মনসিংহ মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় এই মে দিবস কর্মসূচি পালিত হয়েছে ।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ময়মনসিংহ বিভাগের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জনাব আবু ওয়াহাব আকন্দ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক- জনাব শাহ শিবির আহমেদ বুলু, শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য- জনাব মোঃ আবু সাঈদ এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সহ শ্রমিক দলের সকল শ্রেণী পর্যায়ের নেতাকর্মীরা ।
সমাবেশ শেষে বিশাল রেলি ও শোভাযাত্রার মাধ্যমে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর টাউন হল প্রাঙ্গনে গিয়েশেষ হয় ।
মন্তব্য করুন