ময়মনসিংহ: ৬ মে মঙ্গলবার (সময় বাংলাদেশ) একদিনের ব্যবধানেই ময়মনসিংহ জেলার ছয় থানার ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। এসব দায়িত্বরত ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জদের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্য, জুয়ার বোর্ড থেকে টাকা আদায়, দালালদের সঙ্গে সখ্যতা থাকাসহ একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের বদলির আদেশ সম্বলিত জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ মে সোমবার পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে প্রথমে ময়মনসিংহ জেলার আওতাধীন ৪ থানার ওসির বদলীর আদেশ জারি করা হয়। এর আগেরদিনই দুই ওসির বদলির আদেশের প্রজ্ঞাপন জারি করেছিল পুলিশ হেডকোয়ার্টার ।
সোমবারের আদেশে বদলিকৃত অফিসার ইনচার্জরা হলেন, কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক, গৌরীপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার, ভালুকা মডেল থানার ওসি মো. শামছুল হুদা খান এবং নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ।
এরমধ্যে সফিকুল ইসলাম খান শফিক, মাজহারুল আনোয়ার এবং মোঃ শামছুল হুদা খানকে চট্টগ্রাম রেঞ্জে। আর ফরিদ আহমেদকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।
এর আগে গতকাল ৪ মে অপর একটি প্রজ্ঞাপনে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়েরকে এপিবিএন এবং মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেনকে বরিশাল রেঞ্জে বদলি করা হয় ।
সোমবার রাতে এই ৬ ওসি বদলির বিষয়টি প্রকাশ হওয়া মাত্র তাৎক্ষণিকভাবেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বদলিকৃত ওসিদের বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মন্তব্য ও করেন নেটিজেনরা।
এ সময় অনেকে বদলির সিদ্ধান্তে ময়মনসিংহ রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলমের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন নেটিজেনরা ।
মন্তব্য করুন