আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির ফাঁসি, খালাস ৩ আসামি
বিসমিল্লাহির রাহমানির রাহিম [ ﷽ ]
৮:৩৮ পিএম, শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ, ১৪৩২, ২৪ জিলকদ, ১৪৪৬
৮:৩৮ পিএম, শুক্রবার,
২৩ মে, ২০২৫,
৯ জ্যৈষ্ঠ, ১৪৩২,
২৪ জিলকদ, ১৪৪৬
শিরোনাম:

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির ফাঁসি, খালাস ৩ আসামি

সময় বাংলাদেশ - ডেস্ক।। আপডেটঃ ১০:৪৬ এম, শনিবার, ১৭ মে ২০২৫ ১৫১৬ বার পড়া হয়েছে

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঘোষণা করা রায়ে অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন আদালত।

 

এছাড়া খালাস পেয়েছেন বাকি ৩ আসামি। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন। মামলায় খালাসপ্রাপ্ত ৩ আসামি হলেন, হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম ও দুই ছেলে।

 

মামলার মূল আসামি, শিশুর বোনের শ্বশুর হিটু শেখ, গত ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দিলেও, গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মামলার চার আসামির বিরুদ্ধেই অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দেন।

 

 

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া।

 

গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

 

পরে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ঘটনার পর দেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

 

স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। স্থানীয় আইনজীবীরাও অভিযুক্তদের জন্য কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেন।

 

 

 

সূত্র:- বি/ভি/বা/স

মন্তব্য করুন

আপলোডকারীর তথ্য

সময় বাংলাদেশ

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম: