নাটোরের পিপরুল সেন্টার নামক স্থানে বারনয় নদীতে গোসল করতে নেমে নদীর স্রোতে হারিয়ে গেল ৮ বছর বয়সী প্রথম শ্রেনীর শিক্ষার্থী রিমি। নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল সেন্টারের আলহাজ্ব সাইফুল ইসলাম এর নাতনী বারনয় নদীতে গোসল করতে নামে রিমি খাতুন ( ৮)।
বাসীদেবপুর গ্রামের রবিউল ইসলাম (৩৫) ও পপি বেগম (২৫) এর কন্যা রিমি বামনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী ।
নানা আলহাজ্ব সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে রিমি খাতুন। আনুমানিক তিনটার সময় নদীতে গোসল করতে নামে। নদীর অত্যাধিক স্রোতে তলিয়ে যায় সে । নদীর স্রোতে কোথায় হারিয়ে যায় কেউ বলতে পারেনা।
সংবাদ পাঠানোর সময় পর্যন্ত নলডাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান ছিলো।
প্রতিবেশিরা বলছেন রিমি তার নানীর সাথে গোসল করতে যায় বারনয় নদীর পিপরুল সেন্টার ঘাটে।
রিমি খাতুন, নানী মাজেদা বেগমের আশেপাশে গোসল করা অবস্থায় তলিয়ে যায় নদীর গভিরে। বৃদ্ধা নানী সাতার কাটতে না পারায় চেচামেচি করতে থাকে। নানীর চেচামেচির শব্দে ছুটে আসে প্রতিবেশি।
প্রতিবেশিরা প্রায় দুই ঘন্টা খোজার পর ফায়ার সার্ভিস কে খবর দিলে বিকাল পাচটায় আসে দমকল কর্মীরা। তারা প্রায় এক থেকে দের ঘন্টা চেষ্টার পরও পাওয়া সম্ভব হয়নি রিমি খাতুনের দেহ।
ইতিমধ্যে খবর দেয়া হয়েছে রাজশাহীর ডুবুরি দলদের। সন্ধা সাতটায় অভিযানে নামে ডুবুরি দল রাজশাহী। তাদের অভিযান চলমান রয়েছে। ডুবুরী দলের অভিযানে সাতটা হতে আটটা পর্যন্ত চেষ্টা করেন । তার পরেও পাওয়া যায়নি রিমি খাতুনের দেহ।
মন্তব্য করুন